আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেরিবাধ প্রকল্প অনুমোদন হওয়ায় নড়িয়ায় সাধারণ মানুষের আনন্দ মিছিল

ইলিয়াছ মাহমুদ, শরীয়তপুর নিউজ: শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন হওয়ায় মঙ্গলবার বিকেল চারটায় নড়িয়া বাজারে নড়িয়া ও জাজিরার সর্বস্তরের জনগনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

এসময় এডভোকেট আবদুল খালেক, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওবায়দুল হক, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার দেওয়ান ও ইমাম হোসেন দেওয়ান, শরীয়তপুর নিউজ’র সম্পাদক আহমেদ জুলহাস, মাষ্টার সাইদুল হক মুন্না সহ নড়িয়া ও জাজিরার নদী ভাঙনকবলিত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (০২ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০১৭-১৮ অর্থবছরের ১৩ তম সভায় ১ হাজার ২২২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন অনুমোদন করা হয়।