
শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন হওয়ায় মঙ্গলবার বিকেল চারটায় নড়িয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হকের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে নড়িয়া বাজার প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ, কেদারপুর ইউপি চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ, উপজেলা যুবলীগ নেতা জামাল ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (০২ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০১৭-১৮ অর্থবছরের ১৩ তম সভায় ১ হাজার ২২২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন অনুমোদন করা হয়।