আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেরিবাধ প্রকল্প পাশ হওয়ায় নড়িয়া উপজেলা আ’লীগের আনন্দ র‌্যালী

শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন হওয়ায় নড়িয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে আনন্দ র‌্যালী তাৎক্ষনাত বের করা হয়।

মঙ্গলবার বেলা বারটায় নড়িয়া উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মাষ্টার মো: হাসানুজ্জামান খোকনের নেতৃত্বে নড়িয়া উপজেলা পরিষদের সামনের থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে নড়িয়া বাজার প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নড়িয়া উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, প্যানেল মেয়র মো: শহিদুল ইসলাম সরদার, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ডিএম বরকত আলী মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো: দেলোয়ার হোসেন আকন, সদস্য সেকান্দার আলম রিন্টু, আঃ সালাম মৃধা, চুন্নু মাদবর, শেখ বিল্লাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (০২ জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০১৭-১৮ অর্থবছরের ১৩ তম সভায় ১ হাজার ২২২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মার ডানতীর রক্ষা ও নদী শাসন প্রকল্পটি অনুমোদন অনুমোদন করা হয়।