
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এই শ্লোগানকে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন রিয়াদের নেতৃত্বে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এর আগে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. ইসমাইল হক।
এ সময় বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা মো: মিজানুর রহমান বাদল, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাকির হোসেন বেপারী, মোক্তারের চর ইউপি. চেয়ারম্যান মো: শাহ আলম চৌকিদার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মো: আলী কাজী, আলমগীর দালাল, আলম বয়াতী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: আক্তারুজামান জামাল ফকির, সাধারণ সম্পাদক মো: বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান হিরু, বিঝারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সজীব শেখ প্রমুখ।