
দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ০১ টা পর্যন্ত নড়িয়াস্থ মাজেদা স্পেশালাইজড হাসপাতালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, দফতর সম্পাদক মাষ্টার শাহ আলম, নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, ৭১ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা আহবায়ক ডি এম বরকত আলী মুরাদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ শিকদার, রাজিব হোসেন, বজলু মীর, নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফরুজ্জামান মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল বেপারী, সাংগঠনিক সম্পাদক উজ্জল মগদম, ভোজেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ চৌকিদার, ফতেজঙ্গপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ।