
শরীয়তপুরে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি জানান হয়।
বুধবার রাতে ডামুড্যা উপজেলার আতলাকুড়ি গ্রামের মোছা: রোজিনা বেগমের বাড়ির সামন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ডামুড্যা উপজেলার আতলাকুড়ি গ্রামের জাহিদ হাসান মাদবর (১৬), তার মা রোজিনা বেগম (৪০)।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. এনামুল হক খান, এএসআই কেএম খালেকুজ্জামান, আহসান হাবীবসহ ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে ডামুড্যার আতলাকুড়ি গ্রামে অভিযান চালায়।
তখন ১ হাজর ২০০ পিস ইয়াবাসহ জাহিদ ও তার মা রোজিনাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে আজ একটি মাদক মামলা হয়েছে। পরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।