
শীত বুড়ি শীত বুড়ি
কিযে শীত ধুত্তুরি!
শীত আমারে দে ছারি?
গার্ল ফ্রেন্ডগা বেশ ভারি!
তার তলে চাপা পরছি তাই;
ওরে রে ভাই রে ভাই
আমি অহন কই যাই?
ধূ মলো যা কিযে করি?
তয় তারেই চাইপ্পা ধরি।
কিযে শীত ধুত্তুরি!
কাঁথা কম্বল সব ছারি
সেও চাইপ্পা ধরছে আমারে,
আদরিনী আহারে বাহারে
কয় সোহাগে ভালবাসি তোমারে!
– নজর শাহ্
রচনাকাল :-১০/১/১৮
সকাল:- ১০:১০