
শরীয়তপুর নিউজ: শরীয়তপুরের নড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ০৩টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নড়িয়া বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আ’লীগ নেতা ডা. খালেদ শওকত আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১০ জানুয়ারী ১৯৭২ ঢাকা বিমান বন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করেন । এই দিনে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবী বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনার জন্য চাপ প্রয়োগ করেন। তাই আমরা গুরুত্ব সহকারে এই দিনটি পালন করি।
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আরো এগিয়ে যাবে এটাই আমরা চাই। তাই সকলকে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার পথে এগিয়ে আসতে হবে।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাসান আলী রাড়ীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবুল বাশার দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান, সহ সভাপতি শফিকুল ইসলাম নিলু, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মল্লিক, দফতর সম্পাদক শাহ আলম সরদার, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, ৭১ফাউন্ডেশন শরীয়তপুর জেলা আহবায়ক ডিএম বরকত আলী মুরাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিক হাওলাদার, যুবলীগের আহবায়ক নাসির সরদার, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার আকন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজিব আহমেদ, মুরাদ শিকদার প্রমুখ।