
ভিয়েতনাম ও মালেশিয়ায় এক সপ্তাহের সাংগঠনিক সফর শেষে রোববার দেশে ফিরেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসফ)’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর শিল্পকলা একাডেমী সংলগ্ন দৈনিক রুদ্রবার্তা অফিস প্রাঙ্গনে কেন্দ্রীয় সভাপতিকে সংবর্ধনা দিবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা আহবায়ক এম এ ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র মহাসচিব আহমেদ আবু জাফর।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা সদস্য সচিব মো. ছগির হোসেন।