আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে নিসচা’র শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” শ্লোগানকে নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখা ২০১৮-২০১৯ ইং সালের নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনের আলহাজ্ব সুলতান হোসেন মিয়া সভাকক্ষে এ নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপমহাদেশের বিশিষ্ট হারবাল গবেষক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. আলমগীর মতি।
এ সময় ডা. আলমগীর মতি বলেন, একটি সঠিক দেশ, সঠিক জেলা, সঠিক গ্রামের জন্য যেমন ভালো মানুষের প্রয়োজন। আর সেই ভালো মানুষগুলো যুক্ত হয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)তে। তাই নিসচা’র প্রতিটি মানুষকে দেশের কল্যাণ, দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান করেন তিনি।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিসচা’র উপদেষ্টা আহসান উল্লাহ ইসমাইলী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোসলেম খান, শরীয়তপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুম, শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।
এ সময় অ্যাডভোকেট এ কে এম শাহজাহান, নিসচা’র উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন, ডা. মো. বদরুল হায়দার, নিসচা’র উপদেষ্টা সাইফুর রহমান রাজ্জাক, অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, সাংবাদিক শহীদুল ইসলাম রানা, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট আলমগীর হাওলাদার, অ্যাডভোকেট রাধা রানী, এপিপি অ্যাডভোকেট রাশিদুল হক রাশেদ, জেলা নিসচা’র সহসভাপতি মো. ছগির হোসেন, হাসান মাসুদ খান, এনামুল হক সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান সুজন, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এএম সুমন, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. মহসিন রেজা, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সারমিন, দুর্ঘটনা ও অনুন্ধান বিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজন কুমার সাহা, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, দফতর সম্পাদক মিলন খান, যুব বিষয়ক সম্পাদক রায়হান মাহমুদ সুজন, সদস্য আল মাসুম, রাজিব হোসেন রাজন, মতিউর রহমান বাহার, এম মাসুদ রানা জলিল, জিল্লুর রহমান, রেদওয়ান মাহমুদ রাজন, সুমন দাস, রফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।
সভায় উপস্থাপনায় ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলার শাখার প্রচার সম্পাদক রূপক চক্রবর্তী।
শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভায় উপমহাদেশের বিশিষ্ট হারবাল গবেষক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. আলমগীর মতি ১০ হাজা টাকা, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. অবু সাঈদ ১০ হাজার টাকা দেন নিসচার জেলা শাখাকে। তাছাড়া শরীয়তপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠানের সকল খরচ বহন করবেন বলে জানান।