
আজ ২৫ জানুয়ারী সাংবাদিক মো. ছগির হোসেনের ৩২তম জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে শরীয়তপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্নঘোষ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা মৃত মফিজদ্দিন শিকদার ও মা সাহিদা বেগম আট সন্তানের মধ্যে তিনি ছোট।
মো. ছগির হোসেন সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করেছেন। পাশাপাশি আইন বিষয়ে আগ্রহ থাকায় মাদারীপুর বঙ্গবন্ধু ‘ল’কলেজে আইন বিষয়ে অধ্যায়ণ আছেন।
২০০৯ সালে স্থানীয় দৈনিক বর্তমান এশিয়া পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরে ২০১৩ সালের শেষদিকে তিনি দৈনিক ভোরের পাতা পত্রিকায় যোগ দেন। বর্তমানে বহুল প্রচলিত জাগোনিউজের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক রুদ্রবার্তা সাব এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সময় বিডি নিউজ নামে একটি অনলাইলন পোর্টালের সম্পাদনা করছেন। এর আগে তিনি শরীয়তপুর কাগজ নামের একটি সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছরের মাঝামাঝি সময়ে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান’র হাত থেকে নিয়েছেন সম্মাননা।
বর্তমানে তিনি নিরাপদ সড়ক চাই শরীয়তপুর জেলার সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরীয়তপুরনিউজ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে এ সাংবাদিকের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে