আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আওয়ামীলীগ নেতা কর্মীদের একুশের চেতনা ধারণ করে রাজনীতি করতে হবে: ডা. খালেদ শওকত আলী

একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগ নেতা ডা. খালেদ শওকত আলী বলেছেন, একুশ মানে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, অশান্তির বিরুদ্ধে শান্তির বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এর বিজয়। বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিটি নেতা কর্মীকে একুশের চেতনা ধারণ করে রাজনীতি করতে হবে। কোন রকম অশান্তি ও বিশৃঙ্খলা করা যাবে না। আমাদের রাজনৈতিক আদর্শ মানুষকে ভালবাসা। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবাসতে শিখিয়েছেন। আমরা কেউকে আঘাত করবো না। আমরা ভালবাসা দিয়ে মানুষের ভালবাসা অর্জন করবো।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বিকেল ০৫টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গত সাড়ে তিন বছরে নড়িয়ায় কি ঘটেছে সে ইতিহাস আপনারা জানেন। গত সাড়ে তিন বছরের ইতিহাস নড়িয়া উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের লাঞ্চিত ও অপমানিত হওয়ার ইতিহাস। আওয়ামীলীগ নেতা কর্মীদের ফেরারী জীবন কাটানোর ইতিহাস। গত সাড়ে তিন বছরে আমাদের অনেক নেতাকর্মীকে তাদের মা-বাবার জানাজায় অংশ গ্রহন করতে দেয়া হয়নি। আমরা এসব ভুলে যাইনি। এখন সময় এসেছে অপশক্তিকে মোকাবেলা করার। আমরা কেউকে আঘাত করতে চাইনা। কিন্ত কেউ আঘাত করতে চাইলে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে শরীয়তপুর-২ আসনকে আমরা পূনরায় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। সে লক্ষে আমাদের মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহন করতে হবে।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাচান আলী রাড়ি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ, মুরাদ শিকদার প্রমুখ।