
শরীয়তপুর সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪ শত পিস ইয়াবাসহ শহীদুল হাওলাদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শরীয়তপুরের ডিবি পুলিশ। ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধা ৭টায় চিতলীয়া ইউনিয়নে ঝাউচর গ্রামে আবস্থিত খোয়াজপুর টেকেরহাট ব্রীজের পূর্বপাড় জুয়েল মাদবরে দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
সে একই উপজেলার চিতলীয়া গ্রামের জিয়াউর রহমান হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে ওসি ডিবি সুব্রত কুমারের সাথে আলাপ কালে তিনি বলেন, চিতলীয়া গ্রামের জিয়াউর রহমান হাওলাদারের ছেলে শহীদুল হাওলাদার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই শাহজাহান এবং এ.এস.আই খালেদুজ্জামানের একটি টিম ঝাউচর গ্রামে আবস্থিত খোয়াজপুর টেকেরহাট ব্রীজের পূর্বপাড় জুয়েল মাদবরে দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। তখন ১৪ শত পিস ইয়াবাসহ শহীদুল হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।