
জনগনের দৌড় গোড়ায় তথ্য সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার কে সামনে রেখে শরীয়তপুরে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর আয়োজন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন। মেলায় জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ৫২ টি স্টল ছিলো এই স্টল গুলো প্রশাসনের নিকট তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচিত্র তুলে ধরে। ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ তে ১১ টি ক্যাটাগরিত পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরীতে নির্বাচিত হয় জেড, এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও শ্রেষ্ঠ তরুন উদ্ভাবক ক্যাটাগরীতে নির্বাচিত হয় অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের কানিজ ফাতেমা নিতু ও মাহফুজা আলম তৃষ্ণা।
ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিন রোববার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবা আক্তার, সরকারী গোলাম হায়দার আলী খান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাকলী কুন্ডু সহ প্রমুখ। জেড, এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর জেলার ভেদেরগজ্ঞ উপজেলার কার্তিকপুর গ্রামে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয় পড়াশুনার পাশাপাশি বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করে থাকে। জেড,এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক শিকদার। অল্প কয়েক বছরেই উক্ত প্রতিষ্ঠান পড়াশুনা ও বিভিন্ন কর্মকান্ডে ব্যাপক শুনাম অর্জন করেছে। উল্লেখ্য যে গত শুক্রবার (২রা ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠ প্রাঙ্গনে তিন দিন ব্যাপী আয়োজিত ডিজিটাল মেলার শুভ উদ্ভোধন করেন মহাপরিচালক প্রশাসন ও প্রধানমন্ত্রীয় এটুআই কার্যালয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।