আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপু‌রে ক‌লেজ ছাত্রীর গলাকাঁটা মর‌দেহ উদ্ধার

শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলায় হা‌লিমা আক্তার (২০) না‌মে এক ক‌লেজ ছাত্রীর গলাকাঁটা মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

হা‌লিমা আক্তার উপ‌জেলার সে‌নেরচর ইউনিয়‌নের ছোট কৃষন নগর গ্রামের ক্বারী মোহাম্মদ মোবারক হো‌সেন মোল্লার মে‌য়ে।

শুক্রবার ‌ভোর ৫টার দি‌কে উপ‌জেলার সে‌নেরচর ইউনিয়‌নের ছোট কৃষন নগর গ্রামে এ ঘটনা ঘ‌টে। হা‌লিমা মাদারীপুর জেলার সিবচর উপ‌জেলার ডা: নুরুল ইসলাম বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের ছাত্রী।

স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, ‌গত ক‌য়েক‌দিন যাবত হা‌লিমা মান‌সিক রো‌গে আক্রান্ত। প্র‌তি‌দি‌নের মত বৃহস্প‌তিবার রা‌তে রা‌তের খাবার খে‌য়ে নিজ ঘ‌রের পিছ‌নের বারান্দায় ঘু‌মি‌য়ে প‌রে হা‌লিমা। শুক্রবার ‌ভোর ৫টার দিকে জায়নামা‌জে ব‌সে হা‌লিমা নি‌জের গলায় ‘সেন দা’ দি‌য়ে পোছ দেয়। প‌রে রক্তক্ষরণ হ‌লে কাতরা‌তে থা‌কে। তখন হা‌লিমার মা, ভা‌বিসহ বা‌ড়ির লোকজন শব্দ পে‌য়ে হা‌লিমা‌কে হাসপাতা‌লে নেয়ার জন্য বা‌ড়ির উঠ‌নে আন‌লে হা‌লিমার মৃত্যু হয়। প‌রে স্থানীয় লোকজন থানায় খবর দি‌লে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছায়।

জা‌জিরা থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. এনামুল হক এনাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাশু‌নে ঘটনাস্থ‌লে যাই। হা‌লিমা না কি বেশ ক‌য়েক‌দিন যাবত মান‌সিক রো‌গে ভূগ‌ছেন।

ও‌সি ব‌লেন, লাশ ময়নাতদন্ত‌ের জন্য শরীয়তপুর সদর হাসপাতা‌লে ম‌র্গে নেয়া হ‌বে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে বুঝা যা‌চ্ছে হা‌লিমা আত্মহত্যা ক‌রে‌ছে।