আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডামুড্যায় বিষপানে যুবকের আত্মহত্যা

শরীয়তপুরের ডামুড্যায় আবু সালাম (৩০) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। সোমবার ভোর রাতে ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডে এঘটনা ঘটে।

আবু সালাম সোমবার ভোর তিনটার দিকে নিজ রুমে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। অসুস্থ্য অবস্থায় তার স্বজনরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে।

আবু সালাম ডামুড্যা উপজেলার ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের আলী আজম বাঘার তৃতীয় ছেলে।

স্থানীয় সূত্রে জানান যায়, দীর্ঘদিন ধরে আবু সালাম বিভিন্ন জুয়ার আসক্ত ছিলেন। সে ক্রিকেট, ফুটবল খেলার প্রতিটি ইভেন্টে টাকা দিয়ে বাজি ধরতেন। এ কারণে তিনি অনেক টাকা ঝণ হয়ে যান। ধারণা করা হচ্ছে এজন্য তিনি আত্মহত্যা করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ বদরুদ্দোজা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরী বিভাগে সকল ধরনের চিকিৎসা দেই। ছেলেটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মাহববুবুর রহমান চৌধুরী।