আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শরীয়তপুরে ইশা ছাত্র আন্দোলনের র‌্যালী ও আলোচনা সভা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা সভাপতি জান মোহাম্মাদ তারেকের নেতৃত্বে শরীয়তপুর কোর্ট চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে শরীয়তপুর মডেল টাউনস্থ জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা কার্যালয়ে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইশাছাত্র আন্দোলন জেলা সভাপতি জান মোহাম্মাদ তারেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা সদস্য সচিব এস এম আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মাওলানা হাফিজুর রহমান ও জেলা ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি মাওলানা হযরত আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মাদবর, মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।