
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএমএসএফ’র উদ্যোগে বুধবার সকাল ৭টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক সমকালের শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলট ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক ও সংলাপ৭১.কম এবং সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এ ওয়াদুদ মিয়া, সদস্য সচিব ও জাগোনিউজের শরীয়তপুর প্রতিনিধি মো. ছগির হোসেন, বিএমএসএফ সদস্য ও মাইটিভির প্রতিনিধি সজীব সিকদার, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খোকন, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূইয়া, অনলাইন পোর্টাল শরীয়তপুর নিউজ ২৪.কম এর বার্তা সম্পাদক ইলিয়াস মাহমুদ, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি পাবেল সিকদার, অনলাইন পোর্টাল সময় নিউজ বিডি.কমের প্রতিনিধি সমীর চন্দ্র শীল, সাংবাদিক আল মাসুম এবং সাংবাদিক টিপু সুলতান প্রমুখ।