আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়নের দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্কুল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

বুধবার সকাল ৮.৩০ মিনিটে শহীদ দের স্মরণে প্রভাত ফেরির আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। প্রভাত ফেরিটি সম্ভুকাঠি বাজার হয়ে স্কুল কমপ্লেক্সে এ নির্মিত শহীদ মিনারে ফুল দেয়। পরে শহীদ দের রুহে মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

প্রভাত ফেরিতে ভাষা শহিদদের স্মরণে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।মিছিলে অংশ গ্রহণকারীদের কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিও ধ্বনিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আলমগীর হোসাইন,সাবেক শিক্ষার্থী মোঃ মানিক, সহকারী শিক্ষক মোঃ হানিফ মিয়া, তাওহীদুল ইসলাম, শাহিনুর রহমান রসংহিতা রাণী, রিপন হালদার, আনন্দ মোহন বাড়ৈ, সৈজদ্দিন, আক্তারুজ্জামন সহ স্থানীয় লোক জন।