আজ বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যাঃ আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউপির আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯.০০ টা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা র্যালীর নিয়ে ইউনিয়নের মেন মেন সড়ক প্রদক্ষিণ করেন। তারা স্কুল কমপ্লেক্সে এ নির্মিত শহীদ মিনারে ফুল দেয়। পরে শহীদ দের রুহে মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম সহ. শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, শাহাজালাল, সেলিম মিয়া, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শিক্ষিকা মোসা. পান্না আক্তার. সহ স্থানীয় লোকজন।