
ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউপির আলহাজ্ব আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯.০০ টা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা র্যালীর নিয়ে ইউনিয়নের মেন মেন সড়ক প্রদক্ষিণ করেন। তারা স্কুল কমপ্লেক্সে এ নির্মিত শহীদ মিনারে ফুল দেয়। পরে শহীদ দের রুহে মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম সহ. শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, শাহাজালাল, সেলিম মিয়া, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শিক্ষিকা মোসা. পান্না আক্তার. সহ স্থানীয় লোকজন।