
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি ট্রাক খাদে পড়ে তিনজন যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- জামালপুর জেলার ছাদ্দাম হোসেন (২২), হালিম হোসেন (২২) । এক জনের নাম এখনো পাওয়া যায়নি।
আহতরা হলেন- হায়দার (২৩), মঞ্জুরুল (২০), সাইদুল ইসলাম (২১), নাজমুল (১৭), জহিরুল ইসলাম (২২), খোকন (১৭), সুমন (৩০)।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেপুর গ্রামের নারায়ণপুর ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চাঁদপুর থেকে বিল্ডিং কনষ্ট্রাকশনের মালামাল ও ১০জন লেভার নিয়ে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার পথে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। তখন ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত সাতজন। আহতদের ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের দুইজনের নাম-পরিচয় পেলেও, এক জনের নাম এখনো পাওয়া যায়নি।। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল।