আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সখিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ২শ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মধ্য পেদাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শহিদ সরদার (৩৯) সখিপুর ইউনিয়নের বাহাউদ্দিন মুন্সি কান্দি গ্রামের বাসিন্দ হামিদ সরদারের ছেলে।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চরভাগা ইউনিয়নের মধ্য পেদা কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় শরীয়তপুর জেলা ডিবি পুলিশের এসআই এনামুলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় এএসআই খালেদ ও আহসান কনেস্টেবল বাচ্চু, আসিক, জাভেদ। পরে শুক্কুর বেপারীর বাড়ির সামনে থেকে ২শ পিস ইয়াবা সহ শহিদকে আটক করে তারা।

ডিবি পুলিশের এএসআই খালেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।