আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোসাইরহাটে মৎস্য বীজ উৎপাদন খামার উদ্বোধন

গোসাইরহাট উপজেলায় একটি মৎস্য বীজ উৎপাদন খামার উদ্বোধন করা হয়েছে। পাঁচ দশমিক ৭২ একর একটি জলাশয় ভরাট করে ওই খামারটি নির্মাণ করা হয়। বৃহত্তর ফরিদপুর জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ওই খামারের অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
রোববার সকালে ১০টায় উপজেলার বিনটিয়া গ্রামে মৎস্য বীজ উৎপাদন খামারটি উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বিনটিয়া বীজ উৎপাদন খামারটির কম্পাউন্ডের ভেতর উদ্বোধনী ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।

এ সময় বক্তব্য দেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব রইছউল আলম মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আ. লীগের সভাপতি শাজাহান সিকদার, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগন।