আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শাখাওয়াৎ ইবনে হাবিব (ছবি)-র স্মরনে “স্মৃতিতে ছবি” শনিবার

নড়িয়া বার্তা ডটকমের সম্পাদক ও বাংলাদেশ উদিচী শিল্পি গোষ্ঠী নড়িয়া সংসদের সভাপতি শাখাওয়াৎ ইবনে হাবিব (ছবি)-র স্মরনে “স্মৃতিতে ছবি” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ উদিচী শিল্পি গোষ্ঠী নড়িয়া সংসদ, কীর্তিনাশা থিয়েটার ও আবু ইসহাক কচিকাচা আসরের যৌথ আয়োজনে আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) নড়িয়াস্থ স্বাধীনতা মঞ্চে বিকাল ০৪ টায় এ স্মরন সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত থাকবেন উদিচী জেলা সংসদের সেক্রেটারী অরুণ সাহা, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সমন্বয়কারী ও শরীয়তপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক আহমেদ জুলহাস, উদিচী নড়িয়া সংসদের সেক্রেটারী সাইদুল হক মুন্না, নড়িয়া বার্তার নির্বাহী সম্পাদক বরকত আলী মুরাদ, কীর্তিনাশা থিয়েটারের সেক্রেটারী সরোয়ার আলম বাচ্চু, আবু ইসহাক কচিকাচা আসরের পরিচালক আতিক ইকবাল রবিন সহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা।

উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শাখাওয়াৎ ইবনে হাবিব (ছবি)গত ১১ সেপ্টেম্বর সোমবার রাত ১০টা ৪০ ঘটিকার সময় নড়িয়াস্থ নিজ বাড়িতে স্টোক করে মারা যান। নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের প্রেমতলা গ্রামের হাবিবুল্লাহ্ মাষ্টার ও সুফিয়া বেগমের ছোট ছেলে শাখাওয়াত ইবনে হাবিব (ছবি)। মৃত্যুর সময় স্ত্রী, ছেলে-মেয়ে, মা-বাবা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।