
শরীয়তপুর জেলা শহরে অবস্থিত ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা গণগ্রন্হগার সংলগ্ন কোর্ট মোড়কে সাইবিতা” নামে নাম করণের প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুর সচেতন নাগরিক সমাজ। ৫মার্চ সোমবার বিকেল সাড়ে ৪টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিক, আইনজীবী, কবি, সাহিত্যিক, নাট্যকর্মী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
তাদের দাবী এখানে সাইবিতা নয়। এখানে ভাষা সৈনিক অতুল প্রসাদ সেন, কবি রথীন্দ্র কান্ত ঘটক চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাঃ আবুল কাশেম, সুসাহিত্যিক আবু ইছাহাকের মতো অনেক গুণী ব্যাক্তিরা রয়েছেন, তাদের নামানুসারে এ চত্ত্বরের নাম করণ করা যেতে পারে।