আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুরের নড়িয়ায় জাতীয় পাট দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা করা হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে পাট দিবসের একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোজিনা খানম, নড়িয়া উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জয়দেব কুন্ড, মো: কবির হোসেন, মো: গোলাম মোস্তফা, নুরুজ্জামান প্রমুখ।