আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

“সময় এখন নারীর; উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীনধারা” শ্লোগানকে প্রতিপাদ্য রেখে শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মার্চ) সকাল ১১টায় নড়িয়া উন্নয়ন সমিতি (নূসা), নারী উন্নয়ন ফোরাম, এডাব ও সমন্বিত নারী উন্নয়ন প্রকল্পের যৌথ আয়োজনে নড়িয়া উন্নয়ন সমিতির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে স্বাধীনতা মঞ্চে আলোচনায় সভায় মিলিত হয়।

নূসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তার বক্তব্য রাখেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নূসার ভাইস চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম।

এসময় নূসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড, নূসার সমন্বয় কারী মনির হোসেন ও শেখ মো: বিল্লাাল হোসেন সহ নূসার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহ উপস্থিত ছিলেন।