আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় মেয়েদের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় নূসার উদ্যোগে এবং পিকেএসএফ সহযোগীতায় মেয়েদের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৫টায় নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় ও লোনসিং উচ্চ বিদ্যালয় অংশ নিলে নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নূসার নির্বাহী পরিচালক, বিশিষ্ট মানবাধিকার নেত্রী মিজ মাজেদা শওকত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম, নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কুমার মন্ডল, নুসার উপ পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড।