আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“সময় এখন নারীর; উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা এবং শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শরীয়তপুর এর যৌথ আয়োজনে শরীয়তপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদীজাতুন আছমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবা আক্তার, জাতীয় মহিলা সংস্থা শরীয়তপুর জেলা শাখার চেয়ারম্যান এডভোকেট রওশন আরা বেগম, জেলা মৎস কর্মকর্তা আব্দুল সালাম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল্লাহ, ব্রাক প্রতিনিধি জিয়া উদ্দিন আহম্মে, আওয়ামীলীগ নেত্রী সামিনা ইয়াসমিন প্রমুখ।