আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় পুলিশ সুপার আন্তঃ চিত্রাঙ্কন প্রতিযোগীতা

শরীয়তপুরের নড়িয়ায় পুলিশ সুপার আন্তঃ চিত্রঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নড়িয়া থানা পুলিশের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় এ চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে নড়িয়া মডেল প্রাথমিক বিদ্যালয়, নবারুন কিন্ডারগার্টেন, হাজী ফজলুল হক কিন্ডারগার্টেন ও নড়িয়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, ওসি (তদন্ত) মোঃ আবু বকর মাতব্বর, এস আই তানভীর আহমেদ, নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।