আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ ছাত্রলীগের নতুন কমিটি

শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নড়িয়া সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী।

নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আফরুজ্জামান মিতুল মোল্লার সভাপতিত্বে ও স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান খালাসীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭১ ফাউন্ডেশনের আহবায়ক শরীয়তপুর জেলা ডি এম বরকত আলী মুরাদ, নড়িয়া উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার, স্বেচ্চাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ।

সভা শেষে প্রধান অতিথি অনিক সুত্রধর কে সভাপতি ও প্রিন্স বেপারী কে সাধারন সম্পাদক করে নড়িয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ শাখা ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।