আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রাজনগরে বঙ্গবন্ধুর জন্মদিন পালন পালিত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় রাজনগর ইউনিয়নে আন্ধার মানিক বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১টায় জাতির জরক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে জন্ম দিন পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ খালেদ শওকত আলী। রাজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মালতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামানি খোকন, ইঞ্জিঃ হারুনুর অর রশিদ।
রাজনগন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আঃ সোবাহান হাওলাদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দাদন মীরবহর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক উজ্জল মীর মালত, কামাল হোসেন মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এর নেতৃবৃন্দ।