
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দুর্গমচর কাঁচিকাট ইউনিয়নে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মার্চ) কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই বোন মাফিয়া (৬) ও আসমা(৮)।
জানাগেছে, রবিবার বিকেলে শিবসন এলাকার বাসিন্দা মনির সরকারের ঘর থেকে অগ্নিকান্ড শুরু হয়ে। এ সময় তার দুই মেয়ে আগুনের ভয়ে বসত ঘরে লুকিয়ে ছিল। আগুন নেভানোর পর তাদের দুজনের কয়লা স্বরুপ লাশ উদ্ধার করে এলাকাবাসি। একই ঘটনায় মনির সরকারের ভাই নুরানী সরকার, বিল্লাল সরকার ও প্রতিবেশী হাকিম বেপারির ঘরবাড়ি পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপজেলা প্রসাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি।