আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সখিপুরে আগুনে পুড়ে দুই বোনের করুন মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দুর্গমচর কাঁচিকাট ইউনিয়নে আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মার্চ) কাঁচিকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবসন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই বোন মাফিয়া (৬) ও আসমা(৮)।
জানাগেছে, রবিবার বিকেলে শিবসন এলাকার বাসিন্দা মনির সরকারের ঘর থেকে অগ্নিকান্ড শুরু হয়ে। এ সময় তার দুই মেয়ে আগুনের ভয়ে বসত ঘরে লুকিয়ে ছিল। আগুন নেভানোর পর তাদের দুজনের কয়লা স্বরুপ লাশ উদ্ধার করে এলাকাবাসি। একই ঘটনায় মনির সরকারের ভাই নুরানী সরকার, বিল্লাল সরকার ও প্রতিবেশী হাকিম বেপারির ঘরবাড়ি পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপজেলা প্রসাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি।