
ডামুড্যায় বিবি ফাউন্ডেশনের উদ্যেগে
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ সোমবার বাহাদুর বেপারীর সত্যানুসন্ধানী জননৈতিক কার্যলয়ে দিন ব্যাপি
অনুষ্ঠান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সুমন,আমিনুল হক হিরন,মুনসুর আজাদ হান্নান, আসাদুজ্জামান আদিল,আলম বেপারী, রাজিব মাঝী,স্বপন মাদবর,সাগর ঢালী,নুরু বেপারী, মারুফ, জয়,ইমন,মিরাজ, আল আমিন,
সহ অঅন্যন্য সদস্যরা। উপস্থিত নেতাকর্মী গন আশা প্রকাশ করে বলেন মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একাদশ জাতিয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসন থেকে জননেতা বাহাদুর বেপারী কে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার সুযোগ বিবেন বলে আমরা আশা রাখি আমরা ডামুড্যা বাসী বাহাদুর বেপারীর সাথে ছিলাম আছি ভবিস্বতেও থাকবো ইনসাল্লাহ।