
শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১৯৯পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ১ লক্ষ ৫৫ হাজার ১৮৫ টাকা ও ৪ রাউন্ড গুলি সহ দেবর ও ভাবিকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩ টার দিকে নড়িয়া থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিনের নেতৃত্বে নড়িয়া পৌরসভার বৈশাখিপাড়া গ্রামের সেলিম ছৈয়ালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন একই গ্রামের জামাল ছৈয়ালের ছেলে সেলিম ছৈয়াল (২৭) ও তার ভাবি শাহ্ আলম ছৈয়ালের স্ত্রী ঝর্না বেগম (৩০)
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইয়াবার উৎস ও গুলির সেই অস্ত্র (পিস্তল) উদ্ধারের অভিযান অব্যাহত আছে।