
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মার ডান তীরে বেড়ীবাঁধ নির্মানের দাবিতে বিশাল মানববন্ধন করেছে চরাঞ্চলবাসী। শনিবার সকাল ৯টা থেকে সখিপুর থানাধীন পদ্মার গৌরাঙ্গাবাজার, উত্তর তারাবুনিয়া, মোনাই হাওলাদার ঘাট সহ মোট ৭টি পয়েন্টে তারা মানবন্ধনে সমাবেত হয়। উদয়ন সমাজ উন্নয় সংসদ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানবন্ধনে চরভাগা, উত্তর তারাবুনিয়া, কাঁচিকাটা সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ১০হাজার লোক অংশগ্রহন করে। তাছাড়া চরভাগা জনকল্যান যুব সংঘ, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, চরভাগা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন মানবন্ধনে অংশগ্রহন করে।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সখিপুর থানাধীন চরাঞ্চলের লোকজন পদ্মার ভাঙ্গনের শিকার হয়ে তাদের বসতভিটা ও আবাদি জমি হারাচ্ছে। তাছাড়া প্রতি বছরই এ এলাকার রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা, ক্লিনিক, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনা নদীরগর্ভে বিলীন হচ্ছে। তবে এ এলাকায় কোন বেড়ীবাঁধ বা নদী শাসনের উদ্যোগ নেয়নি সরকার। অথচ আমাদের পাশ্ববর্তী উপজেলা জাজিরা ও নড়িয়ায় আমাদের পরে নদী ভাঙ্গন শুরু হলেও সেখানে বাঁধ নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় তারা সখিপুরের চরমোহন থেকে উত্তর তারাবুনিয়া পর্যন্ত দ্রুত বেড়ীবাঁধ নির্মান করতে সরকার প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলন, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস সরকার, মাঈনউদ্দিন লস্কর, মামুন সরকার, বোরহান বেপারী, মাসুদ কবির রানা, উজ্জল বকাউল, কাউসার আহমেদ, জয়নাল মাঝি, মানিক বকাউল, দাদন মিয়া বকাউল, খালেকুজ্জামান হাসান, মামুন সরকার হোসেন হাওলাদার, আলাউদ্দিন চোকদার, ইয়াকুর হাওলাদার, নুরে আলম খান, লাল মিয়া বেপারী ও মজিল বেপারী, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক,শ্রমিক,জেলে, প্রবাসী, নারী,শিশু সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।