আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

শরীয়তপুরের নড়িয়ায় ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায় ওই গ্রামে একটি শুকনো পুকুর থেকে পাড় বাঁধার জন্য শ্রমিকরা মাটি খনন করছিলেন। খননের একপর্যায়ে তারা মূর্তিটির সন্ধান পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তিনি নড়িয়া থানার ওসিসহ পুলিশের একটি দল নিয়ে মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটির ওজন ২০ কেজি। দৈর্ঘ্য ২ ফুট ৫ইঞ্চি, প্রস্থ ১ ফুট ২ ইঞ্চি।

বিষয়টি নিশ্চিত করে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন জানান প্রথমে মূর্তিটি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে এটি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।