আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জাজিরায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষ, পুলিশ সহ আহত-১০

শরীয়তপুরের জাজিরায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে পুলিশ সহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (২ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা সড়কের জাজিরা টিএন্ডটি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাজিরা থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরীয়তপুর আগমন উপলক্ষ্যে স্বাগত জানাতে জাজিরা টিএন্ডটি মোড়ে জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক সমর্থকরা জড়ো হয়। সড়কে অবস্থান নিয়ে সন্ধ্যা ৬ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ৩০ মিনিট সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় গ্রুপের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় টিএন্ডটি মোড় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একজন নারী পুলিশ সদস্য সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ২০টিরও অধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়। বর্তমানে এলাকায় থমতমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এব্যাপারে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, মন্ত্রীকে স্বাগত জানাতে আমরা জাজিরা টিএন্ডটি মোড়ে নেতাকর্মীদের নিয়ে জড়ো হই। এ সময় প্রতিপক্ষ জিএম নুরুল হক, আবু তালেব চৌকিদার ,আমিনুল ইসলাম রতন সরদার সহ ১৫/২০জন এসে আমাদের ব্যানার ছিনিয়ে নিতে চাইলে সংঘর্ষ বাধে। এতে আমাদের ২/৩ জন নেতাকর্মী আহত হয়।

জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে টিএন্ডটি মোড়ে আমরা একত্রিত হই। এ সময় মোবারক আলী সিকদারের নেতৃত্বে তার সমর্থকরা এসে বিশৃংখলা সৃষ্টি করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামূল হক বলেন, জাজিরা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নারী পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষকে কেন্দ্র করে রাত আটটায় শরীয়তপুর সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।