আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভেদরগঞ্জে নকল ও মোবাইল ব্যবহারের দায়ে ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পরীক্ষার কেন্দ্রে নকল ও মোবাইল ব্যবহারের অপরাধে ৩জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।

আজ (০৪ এপ্রিল) বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার হাজী শরীয়তউল্লাহ কলেজ ও এম.এ.রেজা কলেজ ডিগ্রী কলেজ থেকে ৩জন শিক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কৃতরা হলেন হাবিবুল্যাহ কলেজের মানবিক শাখার ছাত্রী রিমা আক্তার, রোল ৩৯৩৮৭৬ (ঢাকা বোর্ড)। শহীদ সিরাজ শিকদার কলেজের ব্যবসায় শিক্ষার শাখার ছাত্র রবিউল ইসলাম, রোল-৫৮৫৩১৬ (ঢাকা বোর্ড) ও ইব্রাহীম ব্যবসায় শিক্ষা শাখা, রোল-৫৮৫৩১৯ (ঢাকা বোর্ড)।

উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন, চলতি বছরে এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকর মুক্ত পরিবেশ তৈরি করতে যে কোন কঠিন সিন্ধান্ত নিতে রাজি আছি। আমরা চাই প্রশ্ন ফাঁস এবং নকল মুক্ত পরিবেশ।