
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্বাগত ১৪২৫। গানে গানে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ডামুড্যার ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেন বাংলা নববর্ষের আয়োজন।
শনিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে থেকা মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে আনন্দে মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক রিটন,শামিমা আকতার,ফাতেমা কানিজ,কামরুন নাহার সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।