
শরীয়তপুরে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) বিকেল ০৪ টায় শরীয়তপুর সরকারি কলেজ হল রুমে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
মাই টিভির শরীয়তপুরে জেলা প্রতিনিধি মোঃ সজিব সিকদারের সভাপত্বি ও ডিবিসি নিউজের শরীয়তপুরে জেলা প্রতিনিধি বি এম ইশ্রাফিল এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মনির হোসেন সাজিদ, বাংলাভিশন টিভি ও ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান ,ইন্ডিপেন্ডেন টেলিভিশন এর জেলা প্রতিনিধি এস.এম.রবিন, যমুনা টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি কাজি মনিরউজ্জামান, আলোকিত সময় পত্রিকার জেলা প্রতিনিধি শাহরিয়ার আহসান বিপুল, দৈনিক বালুচর পত্রিকার সম্পাদক এম এ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ তালুকদার, বাংলার সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা, অনলাইন জেটিভির জেলা প্রতিনিধি শেখ জাবেদ, আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার সোহাগ খাঁন সুজন, ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল বারেক ভূয়া, দৈনিক যুগান্তর পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিথি মোহাম্মদ নান্নু মৃধা, বজ্রশক্তি পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি আসাদ মলিক প্রমূখ।