
জাটকা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে ৩৯জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার ভোরে নড়িয়া উপজেলা এরিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা ইলিশ সহ ৩৯ জনকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নড়িয়া থানা পুলিশ । পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আইন অমান্য করে জাটকা ইলিশ শিকারের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ৩৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরন করা হয়।