
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৭ টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ এপ্রিল) নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত প্রায় ০৪ ঘন্টা ব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার ঘড়িসার ইউনিয়নের পদ্মার শাখা নদীতে অবস্থিত ০৭টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করেন। সেই সাথে প্রায় ৫ ডজন ড্রেজারের পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। আগামীতে নড়িয়া উপজেলার সকল জায়গা হতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।