
শরীয়তপুরের জাজিরায় পদ্মার পাড় থেকে মাটিতে পুতে রাখা একটি লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ। বুধবার সকাল ১১টায় উপজেলার পালেরচর ইউনিয়নের মাদবর কান্দি পদ্মা নদীর পাড়ে বালুর মধ্যে মাথা পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
লাশের সাথে একটি মোবাইল ও পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্ট এবং মোবাইলের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশটি ২৬ বছর বয়সী শাহাদাত হোসেন বলে শনাক্ত করা হয়েছে। নিহত শাহাদাত হোসেন ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর উত্তর ধর্মশুর এলাকার বাসিন্দা মজিদুল হকের ছেলে।
এ ব্যাপারে নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, সকালে স্থানীয়রা পদ্মা নদীর পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদের উদ্ধার করে। নিহত শাহাদাতের পকেটে একটি পাসপোর্ট এবং একটি মোবাইল পাওয়া গেছে। পাসপোর্ট এবং মোবাইলের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের গলায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। শাহাদাত হোসেনের মরদেহটি ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে তাকে কখন, কি কারণে হত্যা করা হয়েছে।