আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আলোকিত ২০ জন বাবা-মাকে সম্মাননা দিলো আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন

শরীয়তপুর জেলার কৃতি সন্তানদের গৌরবময় ও কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জন বাবা-মাকে সম্মাননা প্রদান করেন আলোকিত শরীয়তপুর আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন।

শনিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

আলোকিত বাবা-মা সম্মাননা-২০১৮ যারা পেয়েছেন:-
১. মো: ফজলুর রহমান- মিসেস হাসনা হেনা ২. মো: আনিস উদ্দিন মিয়া- নাজমা আনিস ৩. আলহাজ্ব মো: শামসুর রহমান-মিসেস শাহানুর বেগম ৪. মরহুম মো: আব্দুর রহিম বেপারী-মিসেস মরিয়ম বেগম ৫. মরহুম হাবিবুর রহমান তালুকদার-মরহুমা ফিরোজা বেগম ৬. হাজী আ: খালেক মাতাব্বর-মিসেস মাফিয়া বেগম ৭. ডা: আলমগীর মতি-কবি নারগিস আলমগীর ৮. মো: ইদ্রীস আলী দেওয়ান-ডা: জুলেখা ইদ্রীস ৯. মো: ইমদাদুল হক-মাহমুদা খানম ১০. চৌধুরী মুজিবুর রহমান-মরহুমা খাইরুন ন্নেসা মুজিব।

সংগঠনের সভাপতি ডা: আনোয়ার ফরাজী ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) শওকত আলী এম.পি, বিশেষ অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক এমপি, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, বি এম ইউসুফ আলী ব্যবস্থাপনা পরিচালক পপুলার লাইফ ইন্সুরেন্স কো: লি:, মো: কামাল উদ্দীন তালুকদার ভারপ্রাপ্ত সচিব মহা-পরিচালক জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, মো: আখতার হোসেন অতিরিক্ত সচিব গৃহয়ণ ও গনপূর্ত মন্ত্রণালয়, আলহাজ্ব শামসুর রহমান চেয়ারম্যান বে গ্রুপ লি:, মো: সুলতান মাহমুদ (সীমন) প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডা: আলমগীর মতি চেয়ারম্যার মডার্ণ হারবাল লি:, হাজ্ব মো: সেলিম পরিচালক মার্কেন্টাইল ব্যাংক লি:, হাজী মো: ইদ্রিস ফরাজী পরিচালক এন আর বি ব্যাংক লি:, হাবিবুর রহমান পলাশ চীফ রিপোর্টার এশিয়ান টেলিভিশন, মো: খলিল বন্দুকসি রোম আওয়ামীগের সাধারন সম্পাদক সহ শরীয়তপুরের স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকাস্থ শরীয়তপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়িক, শিক্ষক, সাংবাদিক, সম্মাননা প্রাপ্ত পরিবারের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মনিরুজ্জামান সাধারন সম্পাদক ও মাহামুদ হাসান সুমন দেওয়ান প্রচার সম্পাদক আলোকিত শরীয়তপুর ফাউন্ডেশন।