
নড়িয়া প্রতিনিধি ॥ নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র উদ্যোগে ও পিকেএসএফ সহযোগীতায় আন্তঃ স্কুল হাডুডু ও সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ মে) দিনব্যাপি নড়িয়া নবারুন কিন্ডার গার্টেন মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক। নুসার উপ পরিচালক জয়দেব চন্দ্র কুন্ড এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাজী হযরত আলী মিয়া।
এ সময় নূসার সমন্বয় কারী ফারুক হোসেন, মনির হোসেন, এরিয়া ম্যানেজার দবির উদ্দিন, মিজানুর রহমান, মাঠ সংগঠক শহিদুল ইসলাম ও শেখ মো: বিল্লাাল হোসেন সহ নূসার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।