
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের মা আশরাফুন্নেসার স্মরণে কোরআন খানি, দোয়া, মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাদ আসর পান্থপথে ইস্টান হাউজিংয়ে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মরহুমার স্বামী, তিন ছেলে, আত্মীয়স্বজন, রাজনীতিবিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশ নেন। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাসহ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত ১৫ মে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শামীমের মা আশরাফুন্নেসা।