
নড়িয়ায় “মাদকের ভয়াবহতা: আমাদের করনীয়” শীর্ষক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকেল ৫ টায় নড়িয়া পৌরসভাস্থ আতাউর রহমান কমিউনিটি সেন্টারে নড়িয়া উন্নয়ন সমিতি ও মাজেদা হাসপাতালের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এরপর দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয় এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল (অবঃ) শওকত আলী এম,পি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আ’লীগের সদস্য ও ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী।
নুসার নির্বাহী পরিচালক মিজ মাজেদা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, ডা. তানিয়া খালেদ আলী, নড়িয়া উপজেলা আ’লীগ সভাপতি হাজী হাচান আলী রাড়ি, সাধারণ সম্পাদক মাষ্টার হাচানুজ্জামান খোকন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।