আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়া পৌর পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

নড়িয়া পৌর পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জুন) নড়িয়া পৌর ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম উদ্দিন, নড়িয়া সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা।