আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরের নড়িয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (০৬ জুন) সন্ধা সাড়ে ০৭ টায় নড়িয়া উপজেলা প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, শরীয়তপুর নিউজ ২৪.কম এর সম্পাদক ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আহমেদ জুলহাস, উদিচী নড়িয়া শাখার সেক্রেটারী সাইদুল হক মুন্না।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল খালেক ইমন, দৈনিক বর্তমান এশিয়ার বার্তা সম্পাদক মাহবুব আলম, দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি নুরে আলম জিকু, দৈনিক দেশকালের প্রতিনিধি রকি আহমেদ, দৈনিক খবরপত্রর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ক্রাইম ওয়াচের প্রতিনিধি আতিক ইকবাল রবিন, ৭১ বাংলা টিভির প্রতিনিধি আসাদ গাজী, ব্রেকিং নিউজের জেলা প্রতিনিধি ইলিয়াছ মাহমুদ, দৈনিক নবদিগন্ত প্রতিনিধি হাফিজুর রহমান, আনন্দ টিভির প্রতিনিধি জামাল হোসেন ও দৈনিক ভোরের ধ্বনি প্রতিনিধি রাসেল মিয়া প্রমূখ।